কিভাবে সহজে ব্লগ তৈরি করবেন


বন্ধুরা আমার ব্লগে আপনাকে স্বাগতম।
আসুন জেনে নিই কিভাবে আপনি সহজে একটি ব্লগ তৈরি করবেন। এই ব্লগ তৈরি করতে আমরা কি কি কাজ করব তার একটি লিস্ট আপনাদের বোঝা সুবিধার জন্য দিয়ে দিলাম।


  1. প্রথমে আমরা একটি Gmail তৈরি করব।
  1. Gmail তৈরি করার পর আমরা blogger এ একটি ফ্রি ব্লগ তৈরি করব।
  1. এবং তারপর ব্লগের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব।

বন্ধুরা ভয় পাবেন না এটি একটি খুবই সহজ কাজ। আমার বর্ণনা অনুযায়ী কাজ করলে খুব কম সময়ের মধ্যে আপনি নিজের জন্য একটি সুন্দর বল্গ বানিয়ে ফেলবেন। এবং সেটিকে আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আসুন এবারে মূল আলোচনায় ফিরে যাই।


  1. প্রথমে আমরা একটি Gmail তৈরি করবঃ 

যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই একটি Gmail রয়েছে। যদি থেকে থাকে তাহলে এই স্টেপ্টি বাদ দিয়ে পরের স্টেপে চলে যান। আর যদি না থাকে তাহলে আসুন দেরীনা করে একটি জিমেইল বানিয়ে ফেলি। 
Gmail তৈরি করতে প্রথমে আমাদের gmail.com এ যেতে হবে। আপনার ব্রাউজারের এড্রেস বারে gmail.com লিখে এটার দিন। নীচের ছবিতে দেখে নিন কোনটি এড্ড্রেসবার।
ছবি-১
Browser Address Bar

এবারে জিমেইলের লগইন পেজ আসবে। পেজটিএ দেখতে নীচের ছবির মতো। আপনার ব্রাউজার পেজের নীচের দিকে Create an account লিঙ্কে ক্লিক করুন (নীচের ছবিটির নির্দেশ খেয়াল করুন)। 
Create an account
আপনাদের সুবিধার জন্য আমি একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করলাম। যদিও এই ভিডিওর ভাষা ইংরেজি তবুও ইন্সট্রাকশন ফলো করলে আপনি ১৫ মিনিটে একটি ব্লগ তৈরি করে ফেলতে পারবেন।


কোথাও আটকে গেলে বা যে কোন বিষয়ে জানতে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার পরবর্তী পোস্ট সম্পর্কে জানতে গুগল প্লাসে আমাকে ফলো করুন।
আপনার মূল্যবান দিতে ভুলবেন না। আপনার মতামত আমাকে আরো অনুপ্রানিত করবে। ধন্যবাদ আপনাকে।

Post a Comment

1 Comments

  1. Ami blog ta korte parina ...
    Akn ki mobail a korte parbo???? Plz Janaben

    ReplyDelete

Featured Post

 কিভাবে Adsterra এর CPM বাড়ানো যায়: A Cheat-Sheet for Adsterra Publishers