আপনার এডসেন্স ডিসাবল হয়েছে?
অনেক চেষ্টা করেও এডসেন্স একাউন্ট পাচ্ছেন না? হতাশ হয়ে পড়েছেন?
না হতাশ হবেন না। এডসেন্স হয়নিতো কি হয়েছে! এডসেন্স এর বিকল্প আছে। আপনি আপনার ব্লগে লিখে অনায়াসে এই বিকল্প প্রোগ্রাম ব্যবহার করে টাকা আয় করতে পারেন। এবং সবচাইতে মজার বিষয় হোলো এই কাজ আপনি আপনার নিজের ভাষায় করতে পারবেন। আসুন দেখি কিভাবে এবং কি কি বিকল্প ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি।
আমি ধাপে ধাপে আজ এডসেন্স এর বিকল্প নিয়ে আলোচনা করছি।আমি আজ মাত্র ২টি এডসেন্স এর বিকল্প প্রোগ্রাম নিয়ে আলোচনা করব।
প্রয়োজনীয় Software Free Install করুন নীচের Download Button এ ক্লিক করে
এডসেন্স এর বিকল্পঃ
১। RevenueHits
RevenueHits আমার খুব পছন্দের প্রোগ্রাম। এডসেন্স এর বিকল্প হিসেবে আমার পছন্দের তালিকায় ১ নম্বরে রয়েছে। যে কোন ওয়েবসাইট বা যে কোন কন্টেন্ট ইউজ করে আপনি এই RevenueHits এর এড ব্যবহার করতে পারেন।
*Note: এডসেন্স এর বিকল্প হিসেবে অনেক প্রোগ্রাম আছে ইন্টারনেটে। কিন্তু আমি এই প্রোগ্রামগুলো থেকে মাত্র ২টি প্রোগ্রামকে বেছে নিয়েছি। কারন আমি এই দুটো থেকে ভালো আউটপুট পেয়েছি।
তবে এর থেকে ভালো আয় করতে হলে আপনার সাইটে রেগুলার ২০০০+ ভিজিটর থাকতে হবে।
RevenueHits এ জয়েন করতে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার নাম, ইমেইল এড্রেস এবং ওয়েব সাইটের নাম দিয়ে ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন। বাস ঝামেলা শেষ, এবারে আপনার ইমেইল চেক করুন, RevenueHits থেকে একটি কনফার্মেশন ইমেইল যাবে আপনার মেইল বক্সে। সেখানে ক্লিক করে কনফার্ম করে ফেলুন। এবার Placement Tab থেকে New Placement বাটন এ ক্লিক করুন। প্রয়োজন মতো এড কোড তৈরি করে আপনার সাইটে বসিয়ে দিন।
পেমেন্ট মাধ্যমঃ
RevenueHits এর পেমেন্ট ৩ ভাবে নেয়া যায়। Paypal, Wire Transfer (যা সরাসরি আপনার ব্যাঙ্ক একাউন্টের চলে আসবে) এবং Payoneer. Wire Transfer এর ক্ষেত্রে মিনিমাম পেমেন্ট ৫০০ডলার এবং Paypal ও Payoneer এ পেমেন্ট নিতে আপনাকে মিনিমাম ২০ডলার আয় করতে হবে। আয় করার এক মাস পরে আপনি পেমেন্ট পাবেন।
তবে আর দেরী কেন? জয়েন করে ফেলুন এখুনি। এডসেন্স এর বিকল্প RevenueHits e জয়েন করতে এখানে ক্লিক করুন।রেফারাল প্রোগ্রামঃ
রেভিনিউহিটস এর আরেকটি চমৎকার ফিচার হোলো এর রেফারাল সুবিধা। আপনি যে কাউকে এই প্রোগ্রামে রেফার করতে পারেন। এবং তাতে সুবিধা হোলো, আপনার ইনভাইটে যে জয়েন করবে সে প্রথম ১০ডলার আয় করার সাথে সাথে তা আপনার একাউন্টেও ১০ডলার যোগ হয়ে যাবে, এবং ৫০ডলার আয় হলে আপনি পরবর্তি ৪০ডলার পেয়ে যাবেন। এবং তা হয়ে যাবে অটোমেটিক।Join RevenueHits
২। BidVertiser Monetize your Website or Blog with BidVertiser
বিডভার্টাইজার অনেক পুরোনো ওয়েবসাইট অনেকদিন থেকে তারা পাবলিশার এবং এডভার্টাইজারদের কাছে পরিচিত। এবং জনপ্রিয় প্রোগ্রাম। এখানে জয়েন করতে আপনার একটি নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে। এবং তা হতে হবে ডায়নামিক ডোমেইন দিয়ে।
ঠিক একি ভাবে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর এড কোড সংগ্রহ করে আপনার সাইটে বসাতে হবে। এড বসানোর কয়েক ঘন্টা পরে এড দেখানো শুরু হবে।
পেমেন্ট মাধ্যমঃ
বিডভার্টাইজারের পেমেন্ট মাধ্যম Paypal, Western Union, Check এবং Wire Transfer.
Paypal - minimum $10
BidVertiser এ জয়েন করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।
Paypal - minimum $10
Western Union - minimum $100
Check - minimum $100
Wire Transfer - minimum $500
BidVertiser এ জয়েন করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।Read More:
1 Comments
thanx for this article ....
ReplyDelete