Easy Way To Promote CPA Offers
এই ব্লগে আমরা সিপিএ (CPA) নিয়ে আলচনা করব। জেনে নেব বেশ কয়েকটি বিষয়।
- সিপিএ (CPA) কি?
- কিভাবে শুরু করব?
- কত টাকা আয় করা যায়?
- সিপিএ অফার (CPA offer) কিভাবে প্রমোট করব?
আসুন বিষয়গুলো এক এক করে জেনে নিই। আলোচনা শেষে ভিডিও গুলো দেখুন। এখানে প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আশাকরি সিপিএ এর কাজ শুরু করতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এই ভিডিও তে আমি বাংলায় বর্ণ্না করেছি। ভিডিও দেখার আগে আসুন কিছু জেনে নিই।
১। সিপিএ (CPA) কি?
সিপিএ - কস্ট ফর একশন। অর্থাৎ প্রতিটি একশনের জন্য আপনাকে পেমেন্ট করবে। একশন বলতে, সার্ভে, মোবাইল এপ্লিকেশন ডাউনলোড, ইমেইল সাবমিশন, পিন কোড সাবমিশন, জিপ কোড সাবমিশন ইত্যাদি। একেকটি কাজের জন্য একেক ধরনের পেমেন্ট।২। কিভাবে শুরু করব?
সিপিএ প্রোগ্রামে জয়েন করতে ভিজিট করুণ CPAGrip . আপনার প্রয়োজনীয় তথ্য দেয়ার পর Singup প্রক্রিয়া শেষ করুণ। তারপর ভিডিওতে দেখানো নিয়ম অনুসরণ করে কাজ শুরু করুণ।৩। কত টাকা আয় করা যায়?
কত টাকা আয় করবেন এটি নির্ভর করে আপনি এই অফার গুলো কিভাবে প্রমোট করবেন। এবং প্রতিদিন কতগুলো ভিজিটর নিয়ে আসতে পারবেন। কারন ভিজিটর যখন আপনার দেয়া লিঙ্কে ক্লিক করে সার্ভে বা অন্য কাজ সম্পন্ন করবেন, তখনি আপনি পেমেন্ট পাবেন। এক্ষেত্রে ভিডিওটি দেখলে আপনি প্রমোট করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।৪। সিপিএ অফার (CPA offer) কিভাবে প্রমোট করব?
প্রমোট করবেন বিভিন্ন সোশাল মিডিয়া সাইট গুলোতে। যেমনঃ ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), গুগল প্লাস (Google Plus), ইউটিউব (YouTube), পিন্টারেস্ট (Pinterest) ইত্যাদি সাইট গুলোতে আপনার ব্লগ প্রমোট করার মাধ্যমে আপনি এই সিপিএ (CPA) অফার প্রমোট করবেন। বিস্তারিত ভিডিও ১ ও ২ দেখুন।ভিডিও দেখে সহজে শিখুন CPA Offer প্রমোটঃ
নীচের ভিডিওটি দেখুন এবং ফলো করুণ। শিখুন কিভাবে সিপিএ অফার প্রমোট করে তার থেকে আয় করতে হয়।
0 Comments