ব্লগ থেকে এডসেন্স এর মাধ্যমে আয় করুন - Earning From Your Blog by AdSense

ব্লগ থেকে এডসেন্স এর মাধ্যমে আয় করুনঃ

গুগল এডসেন্স থেকে আয়

আপনি নিশ্চই অনলাইনে আয় করতে আগ্রহী অথবা এ সম্পর্কে বিশদ জানতে চান। এবং সেই কারনেই আপনি আমার এই "ব্লগ থেকে এডসেন্স এর মাধ্যমে আয় করুন - Earning From Your Blog by AdSense" শিরোনামের ব্লগটি পড়তে আগ্রহী হয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন।

অনলাইনে অনেক ভাবেই আয় করা সম্ভব। তবে আমরা আজ আলোচনা করবো, কিভাবে আপনার ব্লগ থেকে এডসেন্স এর মাধ্যমে আয় করা যায়, এই বিষয়ে।

আমি ধরে নিলাম আপনার একটি ব্লগ আছে, যদি নাথেকে থাকে তাহলে আমার "কিভাবে সহজে ব্লগ তৈরি করবেন" আরটিকেল্টি পড়ে খুব সহজেই এবং কম সময়ে একটি ব্লগ বানিয়ে নিতে পারেন। এবারে চলুন এডসেন্স সম্পর্কে কিছু প্র্যোজনীয় তথ্য জেনে নেই।

এডসেন্স কি?

এডসেন্স হোলো গুগলের একটি এডভারটাইজ সার্ভিস। যা গুগুল এডওয়ার্ডের মাধ্যমে এডভারটাইজারের কাছ থেকে এড সংগ্রহ করে এডসেন্স এর মাধ্যমে পাব্লিশার দের ওয়েব সাইটে এড প্রদর্শন করে থাকে। এবং পাবলিশার হোলো তারাই যাদের ওয়েবসাইট এডসেন্স দ্বারা ভেরিফাই হয়েছে। এডসেন্স এর এডভারটাইজ যখন পাব্লিশারদের ওয়েবসাইটে প্রদর্শিত হয় এবং ভিজিটর যখন সেই এড-এ ক্লিক করেন, তখনি পাব্লিশারের একাউন্টে সেই ক্লিকের টাকা চলে যায়।
উদাহরনঃ ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে এবং সেখানে এডসেন্স এর এড লাগানো রয়েছে নীচের ছবিটির মতো । আপনার ওয়েবসাইট দেখতে এসে যদি কোন ভিজিটর এই এডে ক্লিক করে তাহলে সেই ক্লিকের জন্য আপনি টাকা পাবেন। কি ব্যাপারটা মজার না?

এডসেন্স কেন ক্লিকের জন্য টাকা দেবে?
হ্যা এই প্রশ্নটি প্রায়ই আমাকে শুনতে হয়। তাহলে আসুন বিষয়টি সামান্য ব্যখ্যা করি। যেমন ধরুন, গ্রামীনফোন বা বাংলালিঙ্ক কোম্পানী দুটি তাদের পণ্যের এড বা বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার করতে চায়, তাখন তারা কি করবে? কোথায় তারা হাজার হাজার ব্লগ বা ওয়েবসাইট খুজে পাবে? আর কার ব্লগেই বা তারা এই এড দেখাবে? উত্তর হোলো গুগল। গুগলের এডওয়ার্ড কোম্পানী CPC (cost per click) নির্ভর একটি এডভারটাইজিং কোম্পানী। বিশ্বের বড় বড় বিজ্ঞাপন দাতা তাদের সার্ভিস নিয়ে থাকে। তারা তাদের এডভারটাইজ গুলো শর্ত সাপেক্ষে এডওয়ার্ড কে দেয় এবং গুগল এডওয়ার্ড সেই এডগুলোকে তার এডসেন্স এর পাবলিশারদের ব্লগ বা ওয়েবসাইটে প্রদর্শন করে থাকে।



এডসেন্স এর জন্য ব্লগ রেডি করুনঃ
এডসেন্স 

Post a Comment

0 Comments

Featured Post

 কিভাবে Adsterra এর CPM বাড়ানো যায়: A Cheat-Sheet for Adsterra Publishers