ফ্রিল্যান্সার প্রশিক্ষণ - ১ম পর্ব

ফ্রিল্যান্সার প্রশিক্ষণ - ১ম পর্ব





আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এখন আলোচনার শীর্ষে এবং এর সফলতাও শতভাগ। বাংলাদেশ-ফ্রিল্যান্সিং এ অনেকটা পথ এগিয়ে গেছে। প্রায় সব ফ্রিল্যান্সিং সাইটেই রয়েছে প্রচুর বাংলাদেশীদের সফল অংরশগ্রহণ। প্রচলিত সাইটগুলোর মধ্যে ওডেস্ক, ফ্রিলান্সার, রেন্টএকোডার, স্ক্রিপ্টলান্স উল্লেখযোগ্য। লক্ষলক্ষ মানুষ বিভিন্ন ক্যাটাগরিতে এইসমস্ত সাইটগুলোতে কাজ করে চলেছে।
তবে যারাকাজ করতে আগ্রহী একেবারেই নতুন তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল পর্ব। তাহলে আসুন দেরি না করে আমরা ১ম পর্বের আলোচনা শুরু করি।

১. প্রথমেই আপনাকে রেজিষ্ট্রশন করতে হবে। রেজিষ্ট্রশন করতে এই লিঙ্কে এর চলে যান। নিচের ছবিটির মতো একটি নিবন্ধন ফরম আসবে। ফরমটিতে আপনার ব্যহারকারী নাম(ইউজার নেম), ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, আপনার নাম, ঠিকানা, আপনি কি হিসাবে ফ্রিলান্সারে কাজ করবেন(এখানে Looking for both hire and work) টিক দিবেন অবশ্যই, পরের চেক বক্সগুলো চেক করা বাধ্যতামূলক নয়, তবে আপনার ইচ্ছা হলে করতে পারেন। একদম শেষ-এর চেক বক্সটি গুরুপ্তপূর্ণ। এটি আপনার গোল্ড মেম্বারশীপ এর জন্য। ফ্রিলান্সারে অভিজ্ঞতা অর্জন করে তারপর এই গোল্ড মেম্বারশীপ নেয়া উচিত। কারন গোল্ড মেম্বারশীপ এর ফি বাবদ ফ্রিলান্সার প্রতি মাসে আপনার একাউন্ট থেকে 24.95$ চার্জ কাটবে । যদিও গোল্ড মেম্বারশীপের অনেক সুবিধা আছে। তবে কাজ শিখেই এই মেম্বারশিপ নেয়া প্রয়োজন নতুবা, লস হওয়ার সম্ভাবনা বেশী। এগুলো নিয়ে পরবর্তী যে কোন পোষ্ট এর আলাচনার ইচ্ছে রইলো। এবার সব তথ্য নির্ভূলভাবে স্থাপন করা হলে Join বাটন এ ক্লিক করুন।

২. আপনার ইমেইলটি চেক করুন (যে ইমেইল আপনি ফরম এ ব্যবহার করেছেন), ফ্রিল্যান্সার সাইট থেকে একটি মেইল পাবেন আপনার ইনবক্সে। সেটি ওপেন করুন। সেখানে ভেরিফিকেশন কোড ও লিঙ্ক পাবেন এটিতে ক্লিক করে আপনার একাউন্ট-টি ভেরিফাই করবেন।
 ৩. লিঙ্ক এর ক্লিক করুন এবং ভেরিফাই করুন। আপনি চাইলে কোড কপি পেষ্ট করেও ভেরিভাই করতে পারেন। কয়েক সেকেন্ড পরেই এই পেজটি রিডাইরেক্ট হয়ে আপনার নতুন একাউন্টের ড্যাসবোর্ডে চলে আসবে। নীচের ছবিটি দেখুন।
৪. একইসাথে একটি কনর্ফামেশন মেইল আপনার ইমেইলে চলে যাবে।
ব্যাস আপনার একাউন্ট রেজিষ্ট্রশনের কাজ শেষ। আপনার একাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবারে আপনার একাউন্ট লগইন করুন এবংপ্রোফাইল এডিট করুন।
My Profile > My Qualifications এ ক্লিক করুন


Post a Comment

2 Comments

  1. কম্পিউটার শিক্ষা ও অনলাইনে আয় করার বিশদ পথ জানতে ঘুরে আসতে পারেন- http://amar-pc.blogspot.com

    ReplyDelete
  2. শুভেচ্ছা জানাই,

    আমরা আপনাকে ইন্সটাফরেক্স পার্টনারশিপ প্রোগ্রামের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনুগ্রহ করে আপনার ইমেইল এড্রেসটি প্রদান করলে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে ।

    ReplyDelete

Featured Post

 কিভাবে Adsterra এর CPM বাড়ানো যায়: A Cheat-Sheet for Adsterra Publishers